গাজীপুর সিটি করপোরেশন প্রথমবারের মতো স্বল্প আয়ের নাগরিকদের জন্য ঈদুল ফিতরে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৪ মার্চ) অনুষ্ঠিত মাসিক সভার পর, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, নগরীর আট জোনে ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫০০ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়া হবে।
এই উদ্যোগটির উদ্দেশ্য হচ্ছে গাজীপুরে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা। গত কিছু দিন ধরে বাজারে মাংসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকেই মাংস কিনতে পারছিলেন না। তাই ঈদুল ফিতরের উৎসবে যাতে পরিবারের সদস্যদের সঙ্গে সুস্বাদু মাংস উপভোগ করতে পারেন, সে জন্য এই ব্যতিক্রমী পদক্ষেপ।
অ্যাডমিনিস্ট্রেটর শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, প্রতি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস বিক্রি করা হবে, এবং এটি ৫০০ টাকায় প্রদান করা হবে। ইতোমধ্যে ৫-৬ মণ ওজনের ১১টি গরু কেনা হয়েছে, যা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৬ রমজান বিক্রি করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের এই উদ্যোগটি স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদের আনন্দকে আরো সজীব করে তুলবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।