চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৫ টি গরু কুরবানি দিয়ে গরিব অসহায়দের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
ঈদুল আযহার দ্বিতীয় দিন রবিবার উপজেলার ফটিকছড়ি ও ভূজপূর থানায় ১৫ টি পশু কুরবানি করা হয়। পরে তা নেতৃবৃন্দের মাধ্যমে এলাকার গরিব অসহায় যারা কুরবানি করেনি তাদের মাঝে গোশত বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের জন্য পাঁচটি গরু কুরবানি দেওয়া হয়েছে।
ভূজপূর থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূজপূর থানার পক্ষ থেকে অসহায় ও দুস্থ দের জন্য দশটি গুরু কুরবানি দেওয়া হয়।