ভোলার ইলিশা ইউনিয়নের পূর্ব চর আনন্দ গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৩ সন্তানের জনক সারাফাত করিম (৩৩) নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে শ্বশুরবাড়িতে অবস্থানকালে একটি পুরনো লাকড়িভর্তি আড় হঠাৎ ভেঙে পড়ে তার ওপর, এবং ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত সারাফাত করিম ছিলেন এলাকার পরিচিত মুখ এবং পরিবারের একমাত্র উপার্জনকারী।
নিহত সারাফাত করিম মরহুম মৌলভী রফিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্ত্রী, মা ও তিন সন্তান রেখে গেছেন। সন্তানদের বয়স যথাক্রমে ১০, ৭ ও ২ বছর। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সারাফাত করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাও. ছালাহ্উদ্দিন, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ মৃত্যু শুধু একটি পরিবারকেই বিপর্যস্ত করেনি, বরং এলাকার অনেকেই একজন সদালাপী, সৎ ও পরিশ্রমী মানুষকে হারানোর বেদনায় শোকাহত। সমাজের সকলে নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।