বোয়ালমারী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই-আগস্টে ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসীবাদের পতন ঘটিয়ে যে অবদান রেখেছেন সেটা সব সময় শ্রদ্ধার সাথে আমাদের স্বরণ রাখতে হবে। দেশের জনগণ দেখেছে আওয়ামী ফ্যাসিবাদের পতনে আবু সাঈদরা কিভাবে বুকের তাজা রক্ত দিয়েছেন।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কার কাজে সহযোগিতা করতে হবে এবং দেশ সংস্কার করে তারপর নির্বাচনের দাবিও জানান তিনি। আগে দেশ সংস্কার না হলে কোনভাবেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না।
স্থানীয় নির্বাচন আগে দেয়ার ব্যাপারে দাবি জানানো হয়। এসময় ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন যারা আল্লাহ প্রদত্ত বিধান (কুরআন) দিয়ে জীবন পরিচালনা ও সৎ লোক তৈরি করে।
তাই সৎ লোক ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুঃশাসন, দখলদারিত্ব, চুরিচামারি, লুটপাট থাকবে না।
বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সোনালী ভূখন্ড।
জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার দাবি জানান। যদি আজহারুল ইসলামকে মুক্তি এবং জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেয়া না হয়, তাহলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ।
২২ ফেব্রুয়ারি শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন স্টীলপট্রি ময়দানে জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বিশাল জনসমাবেশ ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালমারী পৌর সেক্রেটারি হাঃ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় ও পৌর আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হুসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য শামসুল ইসলাম আল-বরাটী, ফরিদপুর জেলা আমীর মাওঃ মুহাম্মদ বদরুদ্দীন, অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্যা, জেলা নায়েবে আমীর, আবু হারিছ মোল্লা, জেলা সেক্রেটারি, আব্দুল ওহাব, মোহাম্মদ জসিম উদ্দিন, গোপালগঞ্জ জেলার আমীর মাওঃ রেজাউল করিম, গোপালগঞ্জ জেলার সেক্রেটারি আল মাসুদ খান, ঢাকা জেলার কর্মপরিষদ সদস্য মোহাম্মদ তাওহীদ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওঃ কামাল হোসাঈন, মধুখালী উপজেলা আমীর মাওঃ আলিমুজ্জামান, জেলা শূরা সদস্য হাঃ মাওঃ বিলাল হোসাইন, পৌর নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, আবু নাসির মোল্যাসহ আরো অনেকে।