গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ১১ জন যুবককে আটক করে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত (২৬ সেপ্টেম্বর) প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, রাতের টহলরত স্টাফ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পার্কের শিশুপার্ক এলাকায় ১১ যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের ভেতরে প্রবেশ করেছিলেন। তবে গভীর রাতে পার্কের ভেতরে প্রবেশ করায় ঘটনাটি গুরুতরভাবে দেখা হয়।

পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর জানান, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও অবৈধ অনুপ্রবেশের কারণে নিয়মিত অভিযোগ দাখিল করা হয় এবং ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে থানায় হস্তান্তর করা হয়।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সাফারি পার্কে টহল ও নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।