কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জানুয়ারি বাদ যোহর কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কার ছিদ্দিকের সভাপতিত্বে ও মাওলানা জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল কাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

৬৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরাপত্তা প্রহরীকে মারধোর করে তিনটি দোকান থেকে প্রায় ৬৫ লক্ষ টাকার মালামাল ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার তারাশী গ্রামের তালুকদার মার্কেটে এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নিরাপত্তা প্রহরী ইয়াদুল শেখ (৬০) জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক তালুকদার মার্কেটে এসে থামে। ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পানি খেতে চাইলে তিনি পানি আনতে যান। এ সময় পেছন থেকে তার মাথায় আঘাত করা হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ডাকাতরা তার হাত, পা ও মুখ বেঁধে রেখে মার্কেটের তিনটি দোকানের শাটার ভেঙে লুটপাট চালায়।

কম্বল বিতরণ

পাটকেলঘাটা : বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও গেঞ্জি বিতরণ করা হয়। ৬ জানুয়ারি সকাল ১০টায় সুজনশাহ বালিকা বিদ্যালয় মাঠে তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুফিদুল্লাহর সভাপতিত্বে অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

ইয়াবাসহ আটক ২

ফুলবাড়ি (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়িতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তবে তাদের পালানোর চেষ্টা কে ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

সমন্বয় সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে নতুন বছর উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সমন্বয় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি দুপুরে দাউদকান্দি মডেল মসজিদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রেফতার

ঝালকাঠি : ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেফতার হয়েছেন। ৭ জানুয়ারি বুধবার বিকেলে বিকনা তার বসত বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই।

আ’লীগের ৬ নেতা গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে সিআর জিআরসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১ (এক) আসামীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদে খবর পেয়ে গত তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের লক্ষ্মীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ নাজমুল হুদা সুমন (সুমন হাওলাদার) (৪৭) সিআর মামলার ১৫২/১৯, এক বছরের সাজাপ্রাপ্ত চর মেহার এলাকার নুর মোহাম্মদ ছেলে মোঃ জহির উদ্দিন (৩৫),

গ্রেফতারকৃত আসামী জিআর- ৯৬/২৪, ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত চর পোড়াগাছা এলাকার তছির সারেং-এর দুলাল মাঝি সিআর- ৪০৭/২ চরসীতা এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ আরিফ হোসেন (২২), সিআর- ৫৭২/২৫ চর কলাকোপা নতুন কলোনি এলাকার সামছুল হকের স্ত্রী কাজল রেখা (৪১), সিআর- ৬১৮/২৪, রামগতি পৌরসভার ১ ওয়ার্ডের আবুল কালামের ছেলে মোঃ হেলাল (৪২), সিআর- ২০২/২৩ (১) এক মাসের সাজাপ্রাপ্ত পূর্ব চর সীতা এলাকার আবদুল বারেকর ছেলে আঃ মজিদ (৪৮) এবং আবদুস শহীদ সিআর- ২০২/২৩, এক মাসের সাজাপ্রাপ্ত আঃ শহিদ (৫৫), রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান, ডেভিল হান্ট- ২ এর অভিযানে গ্রেফতারসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। এঅভিযান অব্যাহত থাকবে।

কলারোয়ায় পৌর জামায়াতের কার্যালয় উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতে পৌর শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ৬ জানুয়ারি মাগরিব বাদ কলারোয়া পৌরসভার মুরারীকাটি বাজারে এ কার্যালয়টির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবুর সভাপতিত্বে ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইমামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছে। কিন্তু কোনো বাধা, হামলা কিংবা জুলুম-নির্যাতন এই কাফেলাকে থামাতে পারেনি। মামলা-হামলার শিকার হয়েও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কখনো মাঠ ছেড়ে যায়নি। জনগণের জানমালের নিরাপত্তা এবং মানুষের কল্যাণে আমাদের ত্যাগ ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এ. কে. এম. কুরবান আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম প্রমুখ।