গাজীপুরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক পূজামণ্ডপের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি তাকে আদালতে পাঠানো হয়। জিএমপির কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম- ভজেন্দ্র সরকার (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকার আশ্রয়ণ প্রকল্প এলাকার মেঘলাল সরকারের ছেলে এবং স্থানীয় পূজা মন্ডপের সহ-সভাপতি।
স্থানীয়রা জানায়, সম্প্রতি বাড়ির পাশে সহপাঠিদের সাথে খেলা করছিল স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ভুক্তভোগী শিশু।
এসময় আশ্রয়ণ প্রকল্প পূজামন্ডপে পূজা-অর্চনা চলছিল। সুযোগ বুঝে প্রতিবেশী ভজেন্দ্র সরকার ওই শিশুকে ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
খবর পেয়ে ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় শিশুটিকে তার স্বজনরা উদ্ধার করে এবং অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা আটক ভজেন্দ্র সরকারকে পুলিশের কাছে সোপর্দ করে।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।