কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজনে মানববন্ধন ও শ্মারকলিপি প্রদান করেছে। ২৩ শে মার্চ রবিবার সকাল ১১ টার সময় ক্বারী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৮তম) পর্যায় প্রকল্প পাশ ও ৫ দফা দাবীতে সারা বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে পর্য্যায়ে একযোগে কলারোয়াতে এই মানববন্ধন ও শ্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন,নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ মসজিদ ভিত্তিক কার্যক্রম প্রকল্প রমযানের মধ্যে পাশের ঘোষণা ও তিন মাসের বকেয়া ও বোনাস দিতে হবে। প্রকল্প শিক্ষকদের গ্রেড ভুক্ত করে মাস শেষ হওয়ার সাথে সাথে বেতন দিতে হবে। প্রকল্প স্থায়ীকরণ ও কেন্দ্র সংখ্যা ১০০০০০ (এক লক্ষ) করতে হবে। শিক্ষক অন্যকোথাও চলে গেলে তারকেন্দ্র স্থানান্তর করা, এছাড়া কোন শিক্ষক ও শিক্ষীকা অসুস্থ্য হলে বা মারা গেলে কল্যাণ ফান্ড ও এককালিন সম্মানি দেওয়ার দাবী করেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মউশিক শিক্ষক পরিষদ কলারোয়া শাখার সেক্রেটারি আজিজুল হক ,মাওঃ আব্দুল মান্নান,মোঃ এরশাদ আলী ও মাওঃ আবাদুল সাত্তার প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে বলেন কলারোয়া উপজেলায় মোট ১৪৭ জন শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য ৭ জন। সারা বাংলাদেশে প্রায় ৮০ হাজার শিক্ষক ও শিক্ষীকা তাদের মানবিকতার জীবনযাপন করছে। তাদের কষ্টের কথা নিজ নিজ অবস্থান থেকে উল্লেখ করে তারা বক্তব্য প্রদান করেন। সর্বশেষে সভাপতির নেতৃত্বে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম এর কাছে শিক্ষকরা স্মারকলিলি প্রদান করেন।