ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা সহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার সিরাজুল ইসলাম।

মৃত্যুদ-প্রাপ্ত ২ জন হল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।