স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এটি ঘটেছে শামীম আহমেদের মৃত্যুর পর মাত্র একদিনের ব্যবধানে।
অগ্নিকাণ্ডটি সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী বিসিক নতুন বাজার রেলগেইট (সাহারা মার্কেট) এলাকায় ঘটে। আগুন নেভাতে গিয়ে এক কর্মকর্তা ও চার ফায়ার ফাইটার দগ্ধ হন। নিহত শামীম আহমেদের পরে আজ (২৪ সেপ্টেম্বর) বিকেল ২:৪০ ঘটিকায় নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত নুরুল হুদা পিতা-মৃত রবিউল হুদা, ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার জন্ম ২১ জুলাই ১৯৮৭ খ্রি, চাকরিতে যোগদান ২৯ মার্চ ২০০৭। বিবাহিত নুরুল হুদার দুই সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে গর্ভবতী।
আগুন নেভানোর সময় দগ্ধ ছিলেন ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, জয় হাসান ও স্থানীয় দোকান মালিক বাবু (২০)। তাদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর রাসায়নিক ড্রামের বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে উত্তরা ও কুর্মিটোলা থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা জোন-০৩ এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, “দগ্ধ পাঁচ সদস্যের মধ্যে ইতিমধ্যেই দুইজন মারা গেছেন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা নিহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে।” তিনি আরও বলেন, “গুদামে থাকা কেমিক্যালের পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্তাধীন।”
এ ঘটনায় ফায়ার সার্ভিসের সহকর্মী, পরিবার ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সকল প্রকার সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।