মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ মোঃ বিল্লাল হোসেন নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম–এর নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

পিস্তল-মেহেরপুর

অভিযানটি পরিচালিত হয় যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৪২)–এর বসতবাড়িতে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত মালামাল সমূহ- একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি।

উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।