নড়াইলের লোহাগড়া উপজেলার চর-আড়িয়ারা গ্রামে পুকুর পাড় থেকে মো: তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাজিম মোল্যা চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো.শহিদুল মোল্যার ছেলে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় এক দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে তাজিমের বাড়ি থেকে সামান্য দূরে হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাজিমের লাশ শনাক্ত করেন স্বজনরা। স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।