বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকদের অবদান ছিল অতুলনীয়। সারাদেশে শ্রমিকরা শহীদ হয়েছেন। আহত হয়েছেন। আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আন্দোলনের চরম ঝুঁকিপূর্ণ সময়ে রিকশাওয়ালা, হকার, দিনমজুরদের অংশগ্রহণ আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখেছে। তিনি বলেন, শ্রমিকরা দেশের ক্রান্তিলগ্নে রক্ত ও জীবন দিতে পিছু হটেনি। ২৪ এর গণ-অভ্যুত্থানে শ্রমিক-জনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সকল শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সচ্ছতার সাথে কাজ করুন। বিশেষ করে দরিদ্র ও শ্রমিক পরিবারের যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারকে যথাযথভাবে সহায়তা করুন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গদাইপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

গদাইপুর ইউনিয়ন সভাপতি মো. আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, খুলনা জেলা ইউনিট সদস্য মাওলানা শেখ কামাল হোসেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আহমদ আলী, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে গদাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মুছা, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা সদস্য আবু রায়হানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।