নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী রাজবন্দীদের ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি পার্কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল। কোটাসংস্কারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে গণআন্দোলন গড়ে উঠেছিল তা ছিল দেশব্যাপী বৈষম্য, দুর্নীতি, অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিরোধ। যা রূপ নেয় গণঅভ্যুত্থানে, ফলশ্রুতিতে অংশগ্রহণকারী প্রায় ২০ হাজার ছাত্র, সাধারণ জনগণ, এক্টিভিস্ট, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, রিকশাচালক, পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, নারী, শিশু, আলেম, শিক্ষক, কবি-লেখক, সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাবরণে বাধ্য করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে রাজবন্দীদের ৭ দফা দাবিতে স্মারকলিপি
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী রাজবন্দীদের ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি পার্কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।