চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে আতপ চাউল, চিনি, সিদ্ধ চাউল, সেমাই, নুডলস, পাপড়, বুদিয়া, তেল ও নগদ টাকা ইত্যাদি। ঈদকে সামনে রেখে রমযানের শেষ কয়েকদিনে জামায়াতের স্থানীয় সংগঠনের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এসব ঈদ সামগ্রী বিতরণের উদ্দেশ্য। উল্লেখ্য যে, নুরুল ইসলাম বুলবুল বর্তমানে এতেকাফে থাকার কারণে তার পক্ষ থেকে জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, নায়েবে আমীর ও সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, ১৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েম, ১১নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে বক্তারা বলেন, যেই সরকার ক্ষমতায় যায়, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে কিন্তু আপনাদের মত সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন এখন পর্যন্ত ঘটে না। খেতে দেওয়া, পরতে দেওয়া সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এখন আল্লাহ তো নিজ হাতে তুলে দিবেন না। একটা পদ্ধতি পাঠিয়েছেন সেটি কুরআনে আছে। যেদিন এই কুরআনের পদ্ধতিটা দেশে আসবে সেদিন গরীবের খুঁজে পাওয়া যাবে না। যাকাত ও ফেতরা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, মানুষ হাত পাতবে না। এমনি এক রাষ্ট্র আল্লাহ’র রাসুল (সাঃ) মদিনায় কায়েম করে গেছেন। আজকে আমাদের ভোটের সময় টাকা নিয়ে বস্তিসহ বিভিন্ন গরীব মানুষদের কাছে যায় এমপি প্রার্থীরা। ঈমান-আমান বিক্রি করে দেয়। ৫’শ টাকা নাও, শাড়ি ও লুঙ্গি নাও, আমাকে ভোট দাও আর লুটপাট করার সুযোগ করে দাও। এসব করে যেদলগুলো ক্ষমতায় ছিল, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, আপনাদের কোন পরিবর্তন ঘটেনি। তাই এমন লোককে পার্লামেন্টে পাঠাতে হবে, যারা সৎ-যোগ্য, আল্লাহ ভীরু এবং যারা রিলিফ চুরি করবে না, গরীবের খাদ্য আত্মসাৎ করবে না।
যারা বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তবেই আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে বলি সবার দেখা শেষ এবার আল কুরআনের বাংলাদেশ। বক্তারা আরো বলেন, নুরুল ইসলাম বুলবুল ছোটবেলা থেকেই একজন ত্যাগী নেতা। সুখ-দুঃখের সময় তিনি মানুষের পাশে থাকেন। দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতার ক্ষেত্রে তার বিশেষ সুনাম রয়েছে। তিনি একজন নিরহংকার ব্যক্তি হিসেবে সবার কাছে সমাদৃত। কাজেই এ ধরনের ব্যক্তিত্বকে আমরা যদি আগামী দিনে কাজে লাগাতে পারি, তবে আমাদের এ অঞ্চলের পরিবর্তন ঘটবে ইন্শাল্লাহ।