মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদী উপজেলায় গত ১৮ই নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে কৃষক ও কৃষাণীদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্পসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সুব্রত কান্তি দত্ত এই সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার প্রমুখ। এই উপজেলার নয়শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে প্রতিজনকে পাঁচ কেজি উফশী জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি এম ও পি ও ১০ কেজি ডি এ পি সার বিতরণ করা হয়। মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমের বোরো ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আয়োতায় এই বীজ ও সার বিতরণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মনোহরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মনোহরদী উপজেলায় গত ১৮ই নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে কৃষক ও কৃষাণীদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
Printed Edition