কুমিল্লা অফিস : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দেবিদ্বার উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু হয়ে নিউমার্কেট কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম শহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সহকারী সেক্রেটারি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মুফতি মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আমীর ফেরদৌস আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, উপজেলা সহকারী নুরুল হুদা, শরীফুল ইসলাম সরকার, মাওলানা রুহুল আমিন সরকার, পৌরসভার সেক্রেটারি কারী ওয়ালিউল্লাহ, পৌর সহকারী সেক্রেটারি জাকির হোসেন, ডা. গোলাম জিলানী, বিল্লাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তমিজ উদ্দিনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পাবনা
পাবনা সংবাদদাতা: ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর ও পৌর শাখার উদ্যোগে পাবনায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শহরের শহীদ চত্তর থেকে গণ মিছিল শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় শহীদ ছাত্র এসে সমাবেশে মিলিত হয়।
পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল ও পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি একরামুল হকএর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েব আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামাতের নায়েবে আমীর ও আবনা-৫ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব।
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা : এক বছর পূর্তিতে ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় ফুলবাড়িয়া মডেল মসজিদ থেকে সংক্ষিপ্ত আলোচনা করে আনন্দ মিছিল শুরু হয়। পরে মেইন রোড হয়ে ভালুকজান সংক্ষিপ্ত আলোচনা করে আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ফজলুল হক শামীম।
জয়পুরহাট
জয়পুরহাট সংবাদদাতা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা জামায়াতের উদ্যোগে শহীদ ডা: আবুল কাশেম ময়দান মাঠে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, শহর শাখার আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহা: ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়েকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা ফেরদৌস হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, সদর উপজেলা নায়েবে আমীর শাহ আলম, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, জামায়াত নেতা এ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা শাখা।
উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে হরতকী তলায় গিয়ে শেষ হয়। গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ছাতক-দোয়ারা আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত সুনামগঞ্জ জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস।
বটিয়াঘাটা
বটিয়াঘাটা সংবাদদাতা : ৩৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী উপজেলা আমীর মাওলানা শেখ মোহম্মদ আবু ইউসুফ এর নেতৃত্বে গণমিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, জেলা শ্রমিক কল্যাণ নেতা আল আমিন গোলদার, উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল হাই, জামায়াত নেতা যথাক্রমে থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আরিফ বিল্লাহ, মোঃ আঃ কাদের গাজী, ফিরোজুর রহমান, ৬টি ইউনিয়নের সভাপতি গন যথাক্রমে, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, ইয়াসিন আরাফাত, হাফিজ উদ্দিন মিলন, মাওলানা নাজমুল হাসান, সালাউদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মহব্বত খান প্রমুখ।
আশাশুনি
আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনিতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে“জুলাই বিপ্লব” উপলক্ষে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়েছে।
সন্ধ্যায় আশাশুনি বাজার চাঁদনী চত্বরে উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবির এ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনের আয়োজন করে। থানা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচ আর ডি, প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মোর্তাজা, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ছাত্র শিবিরের উপজেলা অফিস সম্পাদক রেদোয়ান হোসেন, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান, স্পোর্টস সম্পাদক ওসমান গনি, মিডিয়া সম্পাদক জাকির হোসেন, অফিস সহকারী আলামিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদর্শনীতে খুনি হাসিনার কৃতকর্ম ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়।
কুমারখালী
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শুক্রবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলার ওলামা ও পেশাজীবী শাখা।
কুমারখালী উপজেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সভাপতি, বিশিষ্ট তাফসীরকারক হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, পৌর আমীর এ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম।
উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি আনিসুর রহমান শহীদের পরিচালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুস সালাম বীন ইউসুফ, মাওলানা আবুল কালাম আজাদ, আবুল আহসান শমসের, হাফেজ শহিদুল ইসলাম, আব্দুল মালেক প্রমুখ।
গোপালপুর
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট বিকেলে গোপালপুর আলিয়া মাদরাসা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বাসস্ট্যান্ড হয়ে গোপালপুর থানা চত্বরে সমাবেশে মিলিত হয়। বিশাল বড় মিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ করতালির মাধ্যমে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।
উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুরের) এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
নালিতাবাড়ি
নালিতাবাড়ি (শেরপুর) সংবাদদাতা : ঐতিহাসিক গণঅভ্যত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখার আয়োজনে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। নালিতাবাড়ি প্রাণ কেন্দ্র শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চে বিশাল সমাবেশ করা হয়। নালিতাবাড়ি জামায়াতের উপজেলা আমীর আলহাজ¦ মাওলানা আফছার উদ্দীনের সভাপতিত্বে পৌর সেক্রেটারি আঃ মোমেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ১৪৪ নকলা-নালিতাবাড়ি জামায়াতের মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক তারুণ্যের অহংকার মু. গোলাম কিবরিয়া (ভিপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মজলুম জননেতা আলহাজ¦ শাহাদত হোসেন বিএসসি। উলামা দলের সভাপতি মজলুম নেতা মাওলানা আলহাজ¦ ছায়েদুল হক, পৌর আমীর মোঃ হেলাল উদ্দীন, পৌর নায়েবে আমীর এডভোকেট মাওলানা গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ উমর ফারুক, সাবেক পৌর আমীর মোঃ আইয়ুব আলীসহ জামায়াত নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ গন মিছিল তারাগঞ্জ নালিতাবাড়ি আড়াইআনি বাজার প্রদক্ষিণ করে শহরের গড়কান্দা বাস টার্মিনাল হয়ে নালিতাবাড়ি শহরের দক্ষিণ বাজার শাহী ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।
হাটহাজারী
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে জামায়াতে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট বিকাল তিনটায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।
উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় গনসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মোঃ মিজানুর রহমান, হাটহাজারী পৌরসভা আমীর মাহমুদুল করিম উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস এম রাশেদ মো: ইসহাক ও আব্দুল আজিজ খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ফরহাদাবাদ আমীর অধ্যাপক খোরশেদুল আলম এনাম, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হোসাইন প্রমুখ।