বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন- একই দিনে দুই ভোট নয়, গণমানুষ গণভোট আগে দেখতে চায়। জনগণের ইচ্ছা-আকাক্সক্ষাকে উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না। ভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার সুযোগ দিতে হবে। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ প্রশাসন ও জনগণের অংশগ্রহণ- এগুলোই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।
রবিবার (রাত ৮টায়) এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সৈয়দ আহমদের সমর্থনে এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
তিনি বলেন, দেশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রার্থীদের সততা, যোগ্যতা ও জনকল্যাণের প্রতি অঙ্গীকারই হওয়া উচিত এবং ভোটারদের প্রধান বিবেচ্য বিষয়। নোয়াখালী-২ আসনে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের মতো একজন নিবেদিতপ্রাণ, মেধাবী ও সেবামুখী ব্যক্তিত্ব নেতৃত্বে আসলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নোয়াখালী-২ আসনের উন্নয়ন, শিক্ষার প্রসার, অবকাঠামোগত অগ্রগতি, জনসেবা ও তরুণদের ভূমিকা নিয়ে সবাই অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তার নেতৃত্বে এলাকার ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। সেনবাগ ফোরাম চট্টগ্রামে বসবাসরত সেনবাগ-নোয়াখালীর মানুষের ঐক্য, সামাজিক উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে যাচ্ছে।