গাজীপুর মহানগরের গাছা থানায় বিশেষ অভিযানে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলীসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০)।
পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরির গলিতে একটি ভাড়াবাসায় বিশেষ অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে ওই ভাড়াকৃত রুমে অভিযান পরিচালনা করে মোসলেম উদ্দিন মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৭.৬৫ এমএম ও ৯ এমএম ক্যালিবারের দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া মৃত জালাল মিয়ার ছেলে এবং মৃত রোসনা বিবির সন্তান। তার স্থায়ী ঠিকানা ঢাকার হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকায় হলেও তিনি বর্তমানে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিলেন।
গাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও গুলীসহ আসামীকে থানায় হাজির করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০১৪ সালে শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা ছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জানান,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।