* ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভা
রংপুর অফিস : রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ২৪’র জুলাই অভ্যুথানের পর ছাত্র-জনতার রোষাণলে পড়ে ফ্যাসিস্ট আাওয়ামী লীগ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিপ্লবের মহা নায়ক বাংলাদেশের গর্ব, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এবং রংপুরের ৮ জন শহীদসহ সকল হত্যার এবং ফ্যাসিস্টদের বিচার, সংস্কারের মাধ্যমে যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লেবেল প্লেইং ফিল্ড তৈরি, মানবিক বাংলাদেশ গড়া এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ৪ জুলাই শুক্রবার বিকেল ৩ টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি উক্ত জনসভা সফল করার জন্য দল-মত , ধর্ম-বর্ণ, সাংবাদিক মহল সহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন রংপুরের কৃতি সন্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছর কারা ভোগের পর আল্লাহর মেহেরবানিতে আগামী শুক্রবার রংপুরের জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি সকল শহীদ এবং আন্দোলনে আহত ও পঙ্গুদের প্রতি সহানুভূতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তাদের পরিবার ও আহতদের সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি জানান, জনসভা সফল করতে রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানকে আহ্বায়ক করে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা এ লক্ষে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মাওলানা আব্দুল হালিম জানান, উক্ত জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণ আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল টিম পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ বক্তা থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্বে করবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।
এ সময় সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, মহানগরী জামায়াতের সেক্রেটারি এ কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা। বিকালে মাওলানা আব্দুল হালিম জনসমাবেশ স্থল পরিদর্শন করেন।