হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দ্রুত প্রশস্তকরণ ও মাঝখানে ডিভাইডার নির্মাণের দাবিতে হাটহাজারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সরকার হাট, চারিয়া, বুড়িপুকুর পাড় ও মেডিকেল গেইট এলাকায় একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পথচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ডিভাইডারবিহীন থাকায় প্রতিনিয়ত যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, মহাসড়কের হাটহাজারী অংশ দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। কিন্তু সড়ক প্রশস্ত না হওয়া ও ডিভাইডার না থাকায় ছোটখাটো দুর্ঘটনাও বড় রূপ নিচ্ছে। দ্রুত সড়কটি আধুনিক ও নিরাপদভাবে উন্নয়ন করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। মানববন্ধন থেকে অবিলম্বে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।