কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে উদ্ধার হওয়া প্রায় ১৫ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের একটি অজগর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর দুপুরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উদ্যোগে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় এই অজগরটি অবমুক্ত করা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার একটি লোকালয় থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান- বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেয়া হচ্ছে।
তিনি অনুরোধ করে বলেন- কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে তা যেনো দ্রুত বন বিভাগকে জানানো হয়।