নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে খাজা মোল্যা হত্যাকান্ডে ৮ সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছেন ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখ।সোমবার (২৬ মে) বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ এক আদেশে এ আগাম জামিন প্রদান করেন।
পলাশ শেখের আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সাবেক জেলা ও দায়রা জজ এস,এম, সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতা পলাশ শেখ জানান, আমি দল করার কারণে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে ষড়যন্ত্রমূলক মামলায় বারবার কারবরণ করেছি।বহুবার হামলার শিকার হয়েছি।দলীয় প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন আমার নামে ৩৭টি মামলা দিয়েছে। তবু দলের আদর্শ থেকে বিচ্যুত হয়নি।এবারও আমাকে ষড়যন্ত্রমূলকভাবে খাজা মোল্যা হত্যাকান্ডে ১নং আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মে সকাল সাড়ে ৬টার দিকে কুমারডাঙ্গা বাজারে একটি চায়ের দোকানের সামনে পূর্ববিরোধের জেরে খুন হন কুমারডাঙ্গা-পারইছাখালী গ্রামের খাজা মোল্যা।এ হত্যাকান্ডে ৩৬জনের নাম উল্লেখ করে গত ১৭ মে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন বাদী নিহতের ছোট ভাই আলী হায়দার মোল্যা।