পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা। বুধবার বৈকালে ঘটনাস্থল পরিদর্শন করে এই আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় মজলিসের অন্যতম শূরা সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও ঠাকুরগাঁও-৩ এর জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মিজানুর রহমান মাস্টার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নের গড়গাঁও গ্রামের অন্দরা বর্মনের পুত্র দিন নাথ রায়, দিন নাথ রায়ের দুই পুত্র সবুজ রায় ও সুধীর চন্দ্র রায়, সুষেন চন্দ্র রায়ের পুত্র বিড়াল চন্দ্র রায়, সুসংকর রায়ের পুত্র অমেন চন্দ্র রায়, কেকারু বর্মনের পুত্র কালী মোহন, অমেন চন্দ্র রায়ের পুত্র অমনি বর্মনসহ মোট সাতটি পরিবার। গত ১০ নভেম্বর সোমবার গভীর রাতে অসাবধানতাবসত চুলার আগুনের সূত্রপাতে এই ৭টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, আমরা আপনাদের ক্ষতিগ্রস্তের ঘটনায় অত্যন্ত মর্মাহত। আমরা সাধ্যমত চেষ্টা করেছি যতোটুকু আপনাদের পাশে দাঁড়ানো যায়। আপনারা জানেন আমি দাঁড়িপাল্লা প্রতীকে এবারে নির্বাচন করছি। আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদেরকে বিপদে-আপদে সব সময় আগলে রাখবো। এ ধরনের পরিস্থিতিতে সরকারি বেসরকারি সব ধরনের সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবো। জেলা জমায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান বললেন, জামায়াতে ইসলামী হলো একটি মানবিক সংগঠন। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই জামায়াতে ইসলামীর কর্মীরা পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং পাশে রাখতে চাই। হিন্দু-মুসলিম, বৈদ্ধ-খ্রিষ্টান ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই সম্মিলিতভাবে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। যেখানে সংখ্যালঘুরা তাদের ন্যায্য অধিকার ও অতিথির ন্যায় মর্যাদা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) আমীর বাবুল আহাম্মেদ, সাবেক উপজেলা আমির বাবলুর রশীদ ও অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক নায়েবে আমীর গোলাম মোস্তফা, ৬ নং ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা সেক্রেটারি কাজী ওবায়দুর রহমান, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা হোসেন আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।