স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ও ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শত শত ছাত্র-জনতা ও সাধারণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিলটি এশিয়া পাম্প থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে শেষ হয়। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ধীরগতির হলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা শহীদ হাদির হত্যাকে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এই হত্যার বিচার আজও না হওয়া জাতির জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সকল ধরনের আধিপত্যবাদী আগ্রাসন ও অন্যায় অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মঈনুল ইসলাম এবং ছাত্রনেতা মুর্তুজা হাসান ফুয়াদ। বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ তরুণ সমাজকে নতুন করে জাগ্রত করেছে। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের আদর্শিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশ শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।