রাজবাড়ী সংবাদদাতা : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ী এক আলোচনা সভার আয়োজন করে এতে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ও সিভিল সার্জন ডাঃ এস. এম. মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস আরও যারা প্রশিক্ষণার্থী মোঃ ইমরান হোসেন। সফল আত্মকর্মী খাদিজাতুল কোবরা, মিজানুর রহমান মিলন, ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজেদ তুর্য পরে প্রধান অতিথি ১৫ জন যুব উদ্যক্তাদের মধ্যে ১২ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করেন।