শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে ফেনীর অবিসংবাদিত সাংবাদিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল হক পেয়ারার ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক স্মরন সভা ও দোয়া মাহফিল। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে ও প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনী সংবাদের প্রকাশক, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, আরেক সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক আবু তাহের, মাহবুবুল হক পেয়ারার ছোট ছেলে ইমন উল হক, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ। এতে মাহবুবুল হক পেয়ারার জীবন ও কর্ম তুলে ধরে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, কামাল উদ্দিন ভূঁইয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক ফিরোজ আলম, যমুনা টিভি প্রতিনিধি আর এম আরিফুর রহমান,ক্রীড়া সংগঠক অধ্যাপক টুটুল প্রমুখ।
বক্তাগণ বলেন,আজ মাহবুবুল হক পেয়ারার মত আপাদমস্তক, নিবেদিত প্রাণ সাংবাদিকের অনেক প্রয়োজন ছিল। তিনি ছিলেন ক্ষনজম্মা বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ।তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন সংগঠক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব, সমাজসেবী। বহু সংগঠন প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক। তাঁর কাছ থেকে বর্তমান যুগের সাংবাদিকদের অনেক কিছু শেখার ছিল।