বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গতকাল শুক্রবার দেশের বিভিন্নস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সিলেট মহানগর জামায়াত, কুষ্টিয়ায় ৬ উপজেলার শতাধিক মসজিদে, নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ ও গাইবান্ধা সাদুল্লাপুর।

সিলেট ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গতকাল বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

মাহফিলে সংগঠনের সকল স্তরের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। মাহফিলে আমীরে জামায়াতের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর নাজির আহমদ প্রমুখ।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরীভিত্তিতে বাইপাস সার্জারী প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার আমীরে জামায়াতের বাইপাস সার্জারি হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব আজবড় প্রয়োজন। আমীরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমীরে জামায়াতে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশি ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমীন।

মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দেশে-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নি”েছন। আমীরে জামায়াতের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানা”িছ।

উল্লেখ্য- আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শনিবার (২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে তার বাইপাস সার্জারী হবে। আমীরে জামায়াতের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কুষ্টিয়ার ৬ উপজেলার শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া সংবাদদাতা : আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান এর সুস্থতা কামনায় কুষ্টিয়ার ৬ উপজেলার ৬৬ ইউনিয়নের শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ কুষ্টিয়ার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, কুষ্টিয়ার ৬ উপজেলা দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, সদর, খোকসা ও কুমারখালী উপজেলায় কেন্দ্র ঘোষিতভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ৬ উপজেলার ৬৬ ইউনিয়নের বিভিন্ন মসজিদে মসজিদে এ পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহর জামায়াতের অফিসে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতের এমপি নমিনি মুফতি আমীর হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম মমিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকসহ জামায়াতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, কুষ্টিয়ার মিরপুর উপজেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকালে মিরপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর। উপস্থিত ছিলেন জামায়াতের নেতা অধ্যাপক জোমারাত আলী, অধ্যাপক নুরুল আমিন জসীম।

এদিকে, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আমীর মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুমারখালীতে দোয়া অনুষ্ঠান

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১লা আগস্ট শুক্রবার সকালে কুমারখালী শহরের আল-ফালাহ ইয়াতিমখানা মিলনায়তনে এ্ই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর কুমারখালী পৌরসভা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারি মামুন অর রশিদ।

পৌর জামায়াতের আমীর এাডভোকেট রবিউল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতে রাজনৈতিক সম্পাদক আকমল হোসেন মোল্লা, প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌরসভা বাংলাদেশ শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি শফিকুল আলম, টিম সদস্য ডা. গোলাম মোস্তফা, নাজমুল হক, মাওলানা রবিউল্লাহ, হাফেজ আব্দুস সালাম বিন ইউসুফ, পৌর ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন ও পৌর জামায়াতের ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দোয়া

নারায়নগঞ্জ সংবাদদাতা : অসুস্থ আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এর সুস্থতার জন্য নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দোয়া।

শুক্রবার (১ আগস্ট) জুম’আর নামায শেষে মাসদাইর আদর্শ স্কুল মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ উপস্থিত মুসল্লীদের নিয়ে ডাক্তার শফিকুর রহমান এর সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন, বর্তমান সময়ে জাতির আশা আকাংখ্যা পুরনে জামায়াতের আমির যে পরিশ্রম করে যাচ্ছেন সমস্ত ভালো কাজ গুলো কবুল করে সুস্থতার নেক হায়াত কামনা করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে উত্তরা মাইল স্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনার শিকার কোমলমতি শিক্ষার্থীদের জন্যও দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে মহানগরীর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মো: আবদুল জব্বার উপস্থিত ছিলেন সেই সাথে মহানগরী সেক্রেটারী ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জনাব জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, অন্যান্য কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কয়েকশত মুসল্লী দোয়ায় অংশ গ্রহন করেন।

চুয়াডাঙ্গা সংবাদদাতা: আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের সুস্থ্যতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১হাজার ২০০ অসহায় ও গরীব পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার (১ আগস্ট) জুম্মা নামাজের আগে দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন, দর্শনা থানা ও জীবননগর উপজেলায় খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান ও সেক্রেটারী সাখাওয়াত হোসেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারী আবেদ- উদ- দৌলা, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদ।

কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সংবাদদাতা : ১ আগস্ট - বাংলাদেশের জাতীয় নেতা আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আশু সুস্থতা কামনায় সকালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নগুয়াস্থ আলফারুক ট্রাস্ট মিলনায়তনে দোয়ার পূর্বে বক্তব্য রাখেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কিশোরগঞ্জ -৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, মসজিদ মিশন জেলা সভাপতি মাওলানা ইউসুফ,শহর আমীর মাওলানা আবদুল হক, নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল, সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাছুম প্রমুখ।

বাজিতপুর

আমীরে জামায়াত ডাঃশফিকুর রহমান এর সুস্থতা কামনায় বাজিতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নিকলী-বাজিতপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী,আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি হাবিবুর রহমান,বাজিতপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের মাষ্টার,নায়েবে আমীর ফারুক আহাম্মদ,সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ,কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির,রুবেল খান, পৌর জামায়াতের সভাপতি হাজী আব্দুল হক,হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম,সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন,দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুরে দোয়া মাহফিল

সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সাদুল্লাপুর উপজেলার কিশামত দূর্গাপুর বায়তুন নুর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বায়তুন নুর জামে মসজিদের ইমাম সাহেব লোকমান হোসেন বলেন,”হে আল্লাহ! আমাদের প্রিয় আমীরে জামায়াতকে পরিপূর্ণ আরোগ্য দান করুন, তার হায়াত ও দ্বীনি খেদমতে বরকত দিন, তার নেতৃত্বে আমাদের ইসলামি আন্দোলনকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিন।