লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে হত্যা করেছে হাসিবুল আলম নামে এক বাংলাদেশি যুবককে।

স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুলকে ধরে নিয়ে যায় এবং চোখে গুলি করে হত্যা করে। নিহত হাসিবুল ওই ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। তার এমন নির্মম মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।

গত বৃহস্পতিবার সকালে নিহত হাসিবুলের বাড়িতে ছুটে যান হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু।

তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মোঃআনোয়ারুল ইসলাম রাজু বলেন, ওই ঘটনার ন্যায বিচার এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।