চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নামসর্বস্ব ‘এলিট করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের নামে এসব ভেজাল ওষুধ বাজারজাত করা হচ্ছিল। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বন গবেষণাগার স্কুল সংলগ্ন সোনিয়ার মায়ের কলোনির একটি ভাড়া টিনশেড ঘরে এ অভিযান চালানো হয়। এসময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামে দুই যুবককে আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ইন্টারনেটে অনুসন্ধান করে এলিট করপোরেশনের নামে দুটি ওয়েবসাইট পাওয়া গেছে। একটি ‘এলিট করপোরেশনবিডি’ নামক ওয়েবসাইটে জব্দকৃত পণ্যের বিজ্ঞাপন দেওয়া রয়েছে। সেখানে যৌন উত্তেজক পাউডার, চিকন স্বাস্থ্য মোটাকরণ, উচ্চতা বৃদ্ধি ও স্বাস্থ্য কমানোর মতো বিভিন্ন পণ্যের প্রচার চলছে। এসব পণ্যের দাম ১ হাজার ২৫০ টাকা থেকে শুরু হয়ে ৩ হাজার টাকার বেশি পর্যন্ত। তবে ওয়েবসাইটে প্রতিষ্ঠানের কোনো ঠিকানা উল্লেখ নেই। শুধুমাত্র একটি মোবাইল নম্বর দেয়া আছে, কিন্তু ওই নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।