জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে নিজ ঘর থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত মা স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- রোববার সন্ধ্যায় বাড়ির লোকজন নিজ ঘরে মা-ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। তবে কি কারণে এই আত্মহত্যা ঘটনা ঘটেছে তা জানা যায়নি?
জুড়ী থানা ওসি দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তাৎক্ষণিক ভাবে ঘটনার কারণ জানা যায়নি।