হোমনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনা পৌরসভা এলাকায় যানজট নিরসন ও শহরে শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিত করতে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত হোমনা পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড থেকে হোমনা বাজার হয়ে চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, পিকআপসহ সব ধরনের ভারী মালবাহী যানবাহনের প্রবেশ ও চলাচল (আসা-যাওয়া) সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। হোমনা পৌরসভা ‘যত্রতত্র যানবাহন পার্কিং করবো না—আমাদের শহর আমরা যানজট মুক্ত রাখবো’ এই স্লোগান সামনে রেখে শহরের ভেতরে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণে এই উদ্যোগ নিয়েছে। পৌর কর্তৃপক্ষের আশা, এ পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে হোমনা শহরের ভেতরে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। পৌরসভার প্রশাসক জানান,“প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হোমনা বাজার এলাকায় প্রচুর মানুষের ভিড় থাকে। এই সময়ে ভারী যানবাহন চলাচল করলে শুধু যানজটই নয়, দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। তাই এই সিদ্ধান্ত জনগণের নিরাপত্তা ও স্বস্তির জন্য নেওয়া হয়েছে।”পৌরসভা জানায়, শহরের ব্যবসায়ীরা যাতে তাদের পণ্য সরবরাহে অসুবিধায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বেলা ৩টার পর ভারী যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। পৌর প্রশাসন, ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যৌথভাবে এ আদেশ বাস্তবায়নে কাজ করবেন।