খুলনা ৯টি উপজেলায় মোট ১০৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩১টি প্রতিষ্ঠানের কোন লাইসেন্স নেই। পাশাপাশি ১৪টি প্রতিষ্ঠানের নেই চলতি বছরের হালনাগাদ নিবন্ধন। অভিযোগ রয়েছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এসব ব্যক্তিগত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো। এতে করে রোগীরা হচ্ছে প্রতারিত পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। খুলনা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ৯টি উপজেলা মধ্যে দাকোপ, ও বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ রয়েছে। তবে কয়রা উপজেলাতে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১টি ক্লিনিকের লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির বাদশা ক্লিনিক, এছাড়া পাইকগাছা উপজেলাতে ২০ টি মালিকানাধিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে ৫টির কোন লাইসেন্স নেই। যার মধ্যে রয়েছে মায়েশা ক্লিনিক, রংধনু ক্লিনিক, পাইকগাছা মা ও শিশু সদন, ড্রিমফোর হসপিটাল, ও আশালতা ক্লিনিক। ডুমুরিয়া উপজেলাতে মোট ২৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর কোন লাইসেন্স নেই যার মধ্যে রয়েছে রাবেয়া ক্লিনিক ও খুলনা রিজি ক্যান্সার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আমেনা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, আঠারো মাইল ডায়াগনস্টিক সেন্টার, দলিত ডায়াগনস্টিক সেন্টার, চুকনগর ডায়াগনস্টিক সেন্টার, খান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন, নিউ অনুসন্ধান ডায়াগনস্টিক সেন্টার, শাহপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আফিয়া ক্লিন্কি ও ডায়াগনস্টিক সেন্টার,ডক্টরস ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রাবেয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, অ্যপোলো ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালটেশন, কেয়ার মেডিকেল ডিজিটাল সার্ভিনেস ফুলতলা উপজেলা মোট ১৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে ২টি প্রতিষ্ঠান ডিল্যাব কসসালটেশন এন্ড ডায়াগনস্টিক ও লিন্ডা ডায়াগনস্টিক সেন্টারের কোন লাইসেন্স নেই।
গ্রাম-গঞ্জ-শহর
রোগীদের দেয়া হচ্ছে মনগড়া রিপোর্ট
খুলনায় ১০৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩১টির লাইসেন্স নেই
খুলনা ৯টি উপজেলায় মোট ১০৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩১টি প্রতিষ্ঠানের কোন লাইসেন্স নেই।