টাংগাইল (মধুপুর) সংবাদদাতা : গত ৮ নভেম্বর (শনিবার) মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মীসভা ওয়ার্ড সভাপতি খ. জহুরুল ইসলামের সভাপতিত্বে আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-১ (মধুপুর -ধনবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোন্তাজ আলী। তিনি বক্তব্যে বলেন, এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা হবে।

এজন্য সকলের সহযোগীতা কামনা করেন। অন্যের দোষত্রুটি না বলে নিজেদের গুণের কথা বলতে আহ্বান করা হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া সেক্রেটারি মাওলানা মোঃ বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আমির অধ্যাপক আব্দুল কাদির, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ রিজোয়ানুল্লাহ খান, পৌর আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন।

আরও উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মামুন আজাদ প্রমুখ। কর্মীসভায় বিএনপির অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। নতুন যোগদানকারীদেরকে অধ্যক্ষ মোন্তাজ আলী ফুল দিয়ে বরণ করে নেয়। তারা দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আশাবাদ ব্যক্ত করেন।তাদের যোগদানে কর্মীসভা অত্যন্ত উৎসব মুখর হয়ে ওঠে।