ঠাকুরগাঁও সংবাদদাতা : মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত। এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মো: রশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার খোদাদাদ হোসেন, ফুলকুঁড়ি আসরের প্রাক্তন পরিচালক এস.এম. মিজানুর রহমান, নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডাক্তার তোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁও জেলা শাখার পরিচালক রিয়াদুল জান্নাত।
পরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাইন ম্যারাথন, কুইজ, চিত্রাংকন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইকো পাঠশালা স্কুল এন্ড কলেজ। রানার আপ হয়েছে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের সদস্য, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।