বাংলাদেশ জামায়াতে ইসলামী, জারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জারিয়া থেকে জারিয়া পূর্বপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে এ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা। এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অধ্যাপক মাছুম মোস্তফা বলেন— "এই রাস্তা দীর্ঘদিন কর্দমাক্ত ও ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারগামী কৃষক ও রোগীদের যাতায়াতের সময় সীমাহীন কষ্ট করতে হয়েছে। জনগণের এই দুর্ভোগের কথা চিন্তা করেই আজ আমরা এ রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন— "ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন থাকলে আমাদের ইউনিয়নের প্রতিটি রাস্তা, ব্রিজ-কালভার্ট ও জনসেবামূলক কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে।”
গ্রাম-গঞ্জ-শহর
জনদুর্ভোগ নিরসন ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই ------অধ্যাপক মাছুম মোস্তফা
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জারিয়া থেকে জারিয়া পূর্বপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।
Printed Edition
