জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত।

সম্প্রতি পাবনা শহরের পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজে ‘গাছ লাগান দেশ বাঁচান” শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, পলাশ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক জুবায়ের আহমেদ, প্রেসক্লাব পাবনার কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান প্রমুখ।