নওগাঁর মান্দা থেকে আব্দুল কাইয়ুম

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গতকাল শনিবার অভিযান চালিয়ে দুইটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে । মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোকা হাট সংলগ্ন চকবালু আমিনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । অভিযানের সময় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তূপ করে রাখা হলেও ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি । পরে দুইটি বালুর স্তুপ জব্দ করা হয় । জব্দকৃত বালুর সম্ভাব্য বাজার মূল্য নির্ধারণ করা হয় ৬৩ হাজার ৭৭০ টাকা । পরবর্তীতে ঘটনাস্থলেই তাৎক্ষণিক নিলামের আয়োজন করা হয় । বিডি জমা প্রদানের মাধ্যমে ২১ জন নিলামে অংশগ্রহণ করে । এদের মধ্যে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুস সালাম সর্বোচ্চ ৭১ হাজার টাকা বিডি প্রদান করে নিলামে নির্বাচিত হন । আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিষদ সাপেক্ষে তাকে বালু গ্রহণের অনুমতি দেওয়া হয় । এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন ,অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন সম্পন্ন অবৈধ, এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে । তিনি আরো বলেন ,আইন অমান্য কারীদের কোন ছাড় দেওয়া হবে না । জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে । স্থানীয় সূত্রে জানা যায় ৫ আগষ্ট/২৪ এর পর থেকে বিএনপির প্রভাবশালী কিছু নেতাকর্মীরা অত্র এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। ওই প্রভাবশালী নেতাকর্মীদের ভয়ে কেউ কারো নাম বলতে রাজি হয়নি।