নীলফামারী সংবাদদাতা : জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে বিজয়ী এ আওয়ামীলীগ নেতা দায়িত্ব নেয়ার পর হতে নানা অনিয়ম আর দুর্নীতিতে নিজেকে জড়িয়ে ফেলেন। এ নিয়ে এলাকাবাসীর সাথে তার দিন দিন দুরত্ব বাড়তে থাকে। ৫ আগষ্ট পরবর্তী সময়ে নিয়মিত অফিসে না আসার কারনে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে তাদের কাক্ষিত নাগরিক সেবা হতে। এছাড়া জমি দখল, চাদাবাজি, বিরোধী দল দমন ও দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত বলে অভিযোগে প্রকাশ। এ নিয়ে এলাকায় দিন দিন ক্ষোভ দানা বাধতে থাকে। এরই প্রতিবাদে ওই ফ্যসিষ্ট নেতার অপসারনের দাবিতে গতকাল দুপুরে জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্ট মোড়ে ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শরিফুজ্জামান শরিফ, মামুনুর রশিদ বকুল, শাহাদাত হোসেন সাজু, নেয়ামত ইসলাম, আব্দুল গফুর প্রমুখ।