গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৩৪ বস্তা অবৈধ সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর সদর এসিল্যান্ড

মোহাম্মদ মঈন খান এলিসের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযানে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে পিরুজালী হাটখোলা বাজার এলাকার ইসহাক মিয়ার ছেলে মোঃ শাহ আলমকে অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ভোক্তা অধিকার ও কৃষি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত ৩৪ বস্তা সার স্থানীয় বৈধ সার ডিলারের জিম্মায় রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, কৃত্রিম সংকট রোধ এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।