নরসিংদী সংবাদদাতা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার মনসুর আহাম্মেদ গত মঙ্গলবার বিকালে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং এখনো ভাতা থেকে বঞ্চিতদের সঠিক যাচাই বাছাইয়ের মাধ্যমে চিহ্নিত করে তাদের ভাতা চালু করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এড. একেএম রেজাউল করিম বাসেত, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মনসুর আহাম্মেদ তার লিখিত বক্তব্যে বলেন, সারাদেশের জেলা ও উপজেলার প্রকৃত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন স্থাপনা ও রাস্তাঘাটের নামকরণ করা, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করে বসবাসের জন্য সরকারি জমি বরাদ্ধ করা এবং বিগত সরকারের আমলে জেলা ও উপজেলা কমান্ডের কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জন্য দাবি জানান। যেসকল মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের পর অস্ত্রজমা দিয়েছে এবং রশিদ সংগ্রহ করেছে তাদের নাম সরাসরি সরকারি গেজেটে অর্ন্তভুক্ত করার দাবি জানান। এখনো যেসকল ভূয়া মুক্তিযোদ্ধারা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের খুঁজে বের করে ভাতা বন্ধের দাবি জানান। মুক্তিযোদ্ধাদের প্রাণপ্রিয় সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের মোতাবেক নির্বাচন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৭১’র বধ্যভূমি সংরক্ষণ ও শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।