শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে আবুল কাশেম নামের এক কৃষকের গোয়াল ঘর ভাঙচুর করে পাঁচটি গরু চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে কৃষক তার বসতবাড়ির সামনে গোয়াল ঘরে একটি বকনা গরু, দুইটি গাভী এবং দুইটি ষাঁড় গরু তালা দিয়ে রেখেছিলেন।
পরদিন (১০ নভেম্বর) ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন তালা কেটে গরুগুলো উধাও। আবুল কাশেম বলেন, “রাতের কোনো এক সময়ে অজ্ঞাত চোরেরা তালা কেটে আমার সব গরু নিয়ে গেছে। স্থানীয়দের সঙ্গে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।”
চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি ষাঁড় গরুর মধ্যে একটি লাল রঙের (মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা) এবং একটি সাদা রঙের (মূল্য ১ লাখ ৫ হাজার টাকা)। দুটি গাভীর মধ্যে একটি কালো (মূল্য ২ লাখ টাকা) এবং একটি লাল রঙের (মূল্য ১ লাখ টাকা)। এছাড়া একটি বকনা গরু লাল রঙের, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এই হিসাব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ সাড়ে ছয় লাখ টাকার বেশি।
এই ঘটনায় আবুল কাশেম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকাজুড়ে গরু চুরি বেড়ে গেছে। তারা রাতের টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।