কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে সিরাজগঞ্জের কাজিপুরে দু’দিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি ও হালকা বাতাসে জমিতে রোপা আমন ধানের গাছ হেলে পড়ে পানিতে নিমজ্জিত হয়েছে। মধ্য কার্তিকের এই বিরূপ আবহাওয়ায় আধা-পাকা ধান নিয়ে উপজেলার কৃষকদের মাঝে দুশ্চিন্তা বেড়ে গেছে। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাতাসের কারণে অনেক জমিতে ক্ষেতের ধান হেলে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে বিরূপ এ আবহাওয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

কাজিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার মোট ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে আমনের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে উপসি জাতের ৮,৮০০ হেক্টর জমি, হাইব্রিড জাতের ৬০০ হেক্টর জমি, দেশী জাতের ১,৫০০ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, দুদিন ধরে বয়ে যাওয়া বাতাস ও বৃষ্টিতে আমন ধানের বেশ ক্ষতি হয়েছে। গত কয়েক দিনের নি¤œচাপের প্রভাবে হালকা বৃষ্টি ও অতিরিক্ত বাতাসের কারণে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষকদের রোপা আমন ধান মাটিতে পড়ে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে এবং রোপা আমন ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। গত দুই দিনে বৃষ্টি ও বাতাসের কারণে আমাদের আমন ধান রঞ্জিত, ধানিগোল, গুটিস্বর্ণা, মামুনসহ বিভিন্ন প্রজাতির ধানগাছ মাটিতে শুয়ে গেছে এবং নি¤œচাপ এলাকায় ধান পানিতে ডুবে নষ্ট হচ্ছে। নি¤œচাপের কারণে হালকা বৃষ্টি ও বাতাস হওয়ায় উপজেলার বিভিন্ন নি¤œ এলাকার জমির ধান মাটিতে পড়ে গেছে। যদি আবার বৃষ্টি ও বাতাস হয়, সে ক্ষেত্রে ফলন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।