গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক রকি হোসেনসহ একাধিক সাংবাদিক ও পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বর্বরোচিত ঘটনার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ র্যালি, মামলা দায়ের এবং হামলাকারীদের গ্রেফতারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। হামলার ঘটনায় বিএনপি কেন্দ্র থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন। মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী, বাংলাভূমি সম্পাদক নজরুল ইসলাম আজহার, ডিবিসি নিউজের মাহমুদা সিকদার, ডেইলি স্টারের মঞ্জুরুল করিমসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়-এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর আক্রমণ। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। মানববন্ধন শেষে সাংবাদিক প্রতিনিধিরা গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত তদন্তের দাবি জানান। এদিন বিকেলে গাজীপুর প্রেস ক্লাবের ১০-১৫ জনের একটি প্রতিনিধি দল কাপাসিয়া থানায় গিয়ে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করা হয়। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন ম-ল জানান, মামলার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয় এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী আসফি রায়হান (১৯) ও কাপাসিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দলের পক্ষ থেকে গভীর দুঃখ ও লজ্জা প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনপি হাইকমান্ড এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন, “সাংবাদিকেরা জাতির আয়না। তাদের ওপর হামলা মানে মানুষের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা। আমরা এ ঘটনার সঙ্গে দলের কাউকে জড়িত পেলে ছাড় দেব না। সাংবাদিকদের ওপর এ বর্বরোচিত হামলার ঘটনায় গাজীপুর প্রেস ক্লাব, কাপাসিয়া প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন একযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।