সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে স্থানীয় শামছুমিয়ার বাড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের ঘোষক আশরাফুল আলমের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস এম আল-আমিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, সোনাগাজী প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল হাসান, স্থানীয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ নোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার এস এম আল-আমিন বলেন, দেশের অর্ধেকেরও বেশী জনগোষ্ঠী নারী সমাজ। কিন্তু সে দিক থেকে নারীরা নানান জায়গায় নানান পেশায় এমনকি পারিবারিকভাবেও বৈষম্যের শিকার। বর্তমান সরকার এ সকল নারীদের সম্মান নিশ্চিত এবং বৈষম্য দুরীকরণের কাজ করছে। এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি মহল বিভিন্নভাবে গুজব ছড়াতে তৎপর, যাতে সরকারের ভাবমুক্তি ক্ষুন্ন হয়।
সমাজে এবং এলাকাতে কেউ যাতে কোন প্রকার গুজব ছড়িয়ে সমাজে বিশৃংখলা না করতে পারে এ ব্যাপারেও সকলকে বিশেষ করে মা-বোনদেরকে সজাগ থাকতে হবে। সর্বোপরি নারীরা যাতে সমাজে বিভিন্ন অংগনে অবদান রাখতে পারে এ ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।