মাগুরা সংবাদাতা : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডাদের এক মতবিনিময সভা শনিবার সকালে স্থানীয় মাগুরা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (পিইডিপি) ৪
মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক(প্রাক প্রাথমিক ও একীভুত শিক্ষা)
মোঃ জয়নাল আবেদীন, উপ পরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা), মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক
মোঃ অহিদুল ইসলাম (যুগ্ম সচিব) মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ মত বিনিময় সভায় মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি বিকেল তিনটায় মাগুরা অডিটরিয়ামে ট্রেনিং অন প্রকিউরমেন্ট ইজিপি এ-র সমাপনি অনুষ্ঠানে এবং বিকেল তিনটা ৩০ মিনিটে একই স্থানে একাডেমিক ও রম্য বিতর্ক প্রতিযোগিতা ও মাঝে সমাবেশে পান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপদেষ্টা মহোদয় রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে সকাল ১১ টায় তিনি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয পরিদর্শন করেন। এ সময় মাগুরার জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাবৃন্দ তার সাথে থাকবেন।