মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে লক্ষ্মীপুরে যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। সম্প্রতি বিসিজি স্টেশন লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিসি লক্ষ্মীপুরের এম বদরুল ইসলাম (ইএ-৪)।

অভিযানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী এবং নৌ পুলিশ অফিসার্স ইনচার্জ আজিজুল হক। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।

জব্দ করা কারেন্ট জালের দৈর্ঘ্য প্রায় ৪,০০,০০০ মিটার, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।