স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর আইকিউএসি আয়োজনে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দিকনির্দেশনায় 'কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর ক্যাম্পাসের আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকর সহায়ক। সঠিক নীতিমালা, নৈতিকতা ও তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারলে প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, এআই সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যভিত্তিক করে তোলে, তবে দায়িত্বশীল ব্যবহার ও প্রশিক্ষণ অপরিহার্য।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট, মোঃ মুমিনুল ইসলাম অফিস অটোমেশন, ডাটা বিশ্লেষণ, নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক, অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির বিভিন্ন স্কুল ও বিভাগ থেকে ৩৬ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।