গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-১ (গৌর নদী- আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম আগৈলঝাড়ায়, নির্বাচনী গণ সংযোগ ও পথসভা করেছেন।

সম্প্রতি তিনি দিনব্যাপী আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদাল ধোঁয়া তে মুখী বাজার ও বিভিন্ন হাট বাজার সহ স্থানীয়দের মাঝে সংযোগ ও পথসভার মাধ্যমে জামায়াতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, মানব রচিত কোন মতবাদ দিয়ে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর আইন প্রতিষ্ঠা। তাই শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর আইনের বিকল্প নেই । আল্লাহর আইন প্রতিষ্ঠায় আপনাদের দাড়ি পাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।