কয়রা (খুলনা) সংবাদদাতা : খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এই অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার ( ৫ই নভেম্বর ) বিকাল ৩ টায় আলহাজ্ব মাষ্টার মুহাম্মাদ আলী সানা (৯২) বার্ধক্যের রোগে আক্রান্ত হয়ে খুলনায় বড় ছেলে নৌবাহিনী অফিসার ( অবঃ ) সিরাজুল ইসলামের বাসায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম মুহাম্মাদ আলী সানাকে গ্রামের বাড়ি দাফনের উদ্দেশ্যে খুলনা থেকে কয়রায় নিয়ে আসার পথে তার স্ত্রী সওদা বেগম (৮১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত আনুমানিক ১২টার দিকে তিনিও ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মুহাম্মাদ আলী সানা ও সওদা বেগম দম্পতি ৬ পুত্র ও ৪ কন্যা সন্তান, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মুহাম্মাদ আলী সানার পিতার নাম মৃত আব্দুল গফুর সানা ও মরহুমা সওদা বেগমের পিতার নাম মাওলানা রহিম বক্স মোল্লা। বৃহস্পতিবার বাদ যোহর শিমলারআইট-অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে শিমলারআইট জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজের ইমামতি করেন মরহুম মুহাম্মাদ আলী সানা ও মরহুমা সওদা বেগম দম্পতির সেজো ছেলে হাফেজ দিদারুল ইসলাম।